
বাংলাদেশ লোক ও কারু শিল্প যাদুঘর, সোনারগাঁ।

Bhabakhali High School,

Bhabakhali High School, Mymensingh

Welcome to Bhabakhali High School

Welcome to Bhabakhali High School, Mymensingh
111869
4009101303
00
1971
১৯৭১ সালের ১ জানুয়ারী স্বাধীনতার উষালগ্নে ১২নং ভাবখালী ইউনিয়নের অন্তর্গত ব্রক্ষপুত্র নদ সংলগ্ন খান বাহাদুর ইসমাইল রোড ও ময়মনসিংহ টু ঢাকা রেল লাইনের মধ্যবর্তী জায়গায় ঐতিহ্যবাহী ভাবখালী উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। অবস্থানগত দিক থেকে ময়মনসিংহ সদর উপজেলার অর্ন্তগত হলেও বিদ্যালয়টি ত্রিশাল উপজেলার কাছাকাছি এক নিভৃত পল্লীগাঁয়ে অবস্থিত। দীর্ঘকাল উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত থাকলেও বর্তমানে বিদ্যালয়ে চার তলা ভবন, ডিজিটাল ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, বাউন্ডারী ওয়াল, গেইট সহ প্রভুত উন্নয়ন সাধিত হয়েছে। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে এবং ছাত্র-ছাত্রীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। আমি উক্ত বিদ্যালয়ের উত্তর উত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করি।